আগের মত এ বছরও মেডিকল এবং ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন একক বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।পরীক্ষার মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে ইউনুস আলী আকন্দ হাইকোর্টে আবেদন করেন। শুনানির পর গত ২৭ আগস্ট বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিভক্ত আদেশ দেন।পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য ওই একক বেঞ্চে পাঠান। গতকাল বিষয়টি আদালতের কার্যতালিকায় আসে।আদালতে মোতাহার হোসেন ভর্তি পরীক্ষার মাধ্যমে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সরকারি সিদ্ধান্তের কথা জানান। তবে আবেদনকারী ইউনুস আলী আকন্দ আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত আজ বিষয়টি শুনানির জন্য রাখেন। আজ শুনানি শেষে আদালত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দেন।গত ১২ অগাস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে।গত ২ সেপ্টেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী রুহুল হক সাংবাদিকদের জানান, আদালত থেকে মামলাটি তুলে নেওয়া হলে সরকার এবার প্রচলিত, অর্থাৎ আগের পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তা না হলে শিক্ষার্থী ভর্তি করা হবে আদালতের নির্দেশনা অনুযায়ী।কাজ এগিয়ে রাখার লক্ষ্যে শিগগিরই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েতউল্লাহ রোববারই জানিয়েছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা নিতে মঙ্গলবারের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়