দুদকের কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সংঘবন্ধ একটি চক্র বিভিন্ন ব্যক্তিকে দুর্নীতির অভিযোগ থেকে রেহায় দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আ�সাত করে আসছিল। এ ঘটনায় দুদক সোমবার রাজধানীর দুটি থানায় ও গাজীপুরের একটি থানায় মামলা করেছে।মামলার মূল আসামি সাতজন ও মোট নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিন ব্যাংক কর্মকর্তা ও ঢাকা সিটি করপোরেশনের একজন সাবেক কাউন্সিলর এই অর্থআ�সাতের সঙ্গে জড়িত ছিলেন।রাজধানীর পল্টন থানায় দুটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়। পল্টন থানার মামলা নম্বর ২০ও ১৯। জয়দেবপুর থানায় মামলা নাম্বর ৪১। এই মামলাগুলো দায়ের করেছেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া।প্রতিটি মামলারই মূল আসামি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন সময় ছদ্মবেশে মানুষের কাছ থেকে ৩৩ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ব্র্যাক ব্যাংকের গাজীপুরের জয়দেবপুর শাখায়, বিজয়রনগর শাখা ও ডাচ-বাংলা ব্যাংকের ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ আ�তাত করে আসছেন।যাদের নামে মামলা করা হয়েছে তারা হলেন, মো. জিয়াউর রহমান, মো. আবু হানিফ বিজনেস এক্সিকিউটিভ ব্র্যাক ব্যাংক, মো. আবুল হামিদ পাটোয়ারী সেলস অফিসার ব্র্যাক ব্যাংক, মো. ওমর ফারুক মিল্লাত, সাবেক সেলস এক্সিকিউটিভ ব্র্যাক ব্যাংক, মো. ইস্রাফিল, মো. এনামুল হক এবং ডিসিসি�র সাবেক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহম্মেদ কাজল। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় মিথ্যার আশ্রয়ে জালিয়াতির মাধ্যমে দুদক চেয়ারম্যান গোলাম রহমান পরিচয়ে প্রতারণার অভিযোগ আনা হয় তাদের নামে। ফেয়ার নি্উজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়