বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করে আমেরিকায় চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কানাইঘাট পৌর শহরে এক বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। বিকেল ৪টায় কানাইঘাট পূর্ব বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদণি শেষে দণি বাজারে এক সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি ইফজালুররহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরিফুল হক, বিএনপি নেতা মোস্তফা খালিক, আজির উদ্দিন ভেড়া, মোহাম্মদ আলী, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, ইসলাম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, পৌর শ্রমিক দলের আহ্বায়ক শরিফ উদ্দিন, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, উলামা দলের সভাপতি মাওঃ কুদরত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিছবাহুল ইসলাম সবুজ, জালাল আহমদ জনী, ছাত্রদল নেতা দেলোওয়ার হোসেন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়