সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় ক্ষুব্ধ নেতারা গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফকে জানিয়েছেন। গত রোববার ৭১ সদস্যের কানাইঘাট উপজেলা ও ৬৫ সদস্যের কানাইঘাট পৌর আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক এমপি শফিকুর রহমান চৌধুরী।ওই কমিটি গঠনের পর সোমবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বৈঠকে বসেন জেলার সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম তোফা, শুয়েব চৌধুরী, শাহ মশাহিদ আলী, হুমায়ূন ইসলাম কামাল, সয়ফুল আলম রুহেল, রঞ্জিত সরকার, ইশতিয়াক আহমদ চৌধুরী, ফারুক আহমদ, এ আর সেলিম, রুবী ফাতেমা ইসলাম, ডা. আরমান আহমদ শিপলু, অধ্যক্ষ শামসুল ইসলাম, শামসুন্নাহার মিনু, জমির উদ্দিন প্রধান, এমাদ উদ্দিন, লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ।বৈঠকে সিদ্ধান্ত হয়, বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবউল আলম হানিফকে দু'একদিনের মধ্যেই লিখিতভাবে জানানো হবে। সভায় অংশ নেওয়া এক নেতা সমকালকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জেলা শাখা উপজেলা কমিটি বিলুপ্ত করতে পারে না। শুধু কেন্দ্র উপজেলা কমিটি অনুমোদন ও বিলুপ্ত করতে পারে। সি গ্রেডভুক্ত পৌর কমিটি গঠন করবে উপজেলা শাখা। সভাপতি ও সাধারণ সম্পাদকের জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিকে না জানিয়ে কানাইঘাটের কমিটি অনুমোদন গঠনতন্ত্র পরিপন্থী। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। জেলা কমিটির সিদ্ধান্ত নিয়েই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।উপজেলা ও পৌর আ'লীগের আনন্দ মিছিল : কানাইঘাট প্রতিনিধি জানান, কানাইঘাটে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গত সোমবার রাতে পৌর শহরে আনন্দ মিছিল করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ত্রিমোহনীতে এক পথসভায় মিলিত হয়। নতুন কমিটির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিক আহমদ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট মামুন রশিদ, যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আবদুল্লাহ, নাজমুল ইসলাম হারুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, আবদুল লতিফ, নাজিম উদ্দিন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়