৩২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার বৃস্পতিবার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। আর এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন।
কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা পাওয়া যাচ্ছে বলে জানান সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন।
১ হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
গত ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ হাজার ৫৬২ জনের মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৮০৮ জন। এরপর গত ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।
এ বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।
৩১ অক্টোবর থেকে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু হতে পারে বলে পিএসসি কর্মকর্তারা জানান।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়