মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে ব্যাঙ্গ করে চলচ্চিত্র নিমার্ণের প্রতিবাদে খরিল নেজামুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বিকেলে মাদ্রাসা ছাত্র সংসদের উদ্দোগে স্থানীয় চতুল বাজারে এ বিক্ষোভে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি চতুল বাজারের বিভিন্ন সড়ক প্রদণি শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, যারা মহানবীকে কটা করে কুৎসিত চলচ্চিত্র নির্মাণ করছেন, তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। যাতে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ভবিষ্যতে কেউ এরকম কর্মকান্ডে লিপ্ত না হতে পারে।বক্তারা অবিলম্বে মার্কিন চলচ্চিত্র ‘দ্য ইনোসেন্স অব মুসলিম’ ছবির পরিচালক স্যাম বাসিলের ফাঁসি ও চলচ্চিত্রটি বাজেয়াপ্ত করার আহবান জানান। ছাত্র সংসদের প্রচার সম্পাদক নুরুল আমীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাদরাসার বাংলা প্রভাষক জিয়াউর রহমান সুহেল, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম,সাবেক ছাত্র মঈনুল ইসলাম, ছাত্র সংসদের সাবেক ভিপি আল নোমান, আলিম ২য় বর্ষের ছাত্র শামীম আহমদ, আহমদ আলী, মিজানুর রহমান, আব্দুর রশীদ, আব্দুল মান্নান প্রমুখ।মিছিল শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা প্রেসিডেন্ট বারাক ওবামা ও ছবির পরিচালক স্যাম বাসিলের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাদরাসা ছাত্র, সাবেক ছাত্র, এবং শিক সহ সর্বস্থরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়