Wednesday, September 26

::অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা!!কানাইঘাটে ২০দিনের মাথায় দু’স্কুল ছাত্র নিখোঁজ::

নিজাম উদ্দিন/কাওছার আহমদ:
কানাইঘাটে গত ২০দিনের মাথায় আবারও এক স্কুল ছাত্র নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে দুই স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। সর্বশেষ উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র স্থানীয় সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রেজাউল করিম রেদওয়ান (১৫) গত ২২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ী থেকে স্কুলে আসার পথে হারিয়ে যায়। তার স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে তাকে না পেয়ে কানাইঘাট থানায় ২৫ সেপ্টেম্বর ডিজি করেন, যার নং-৯৬৯। অদ্যাবধি পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের লোকজন জানিয়েছেন। হারিয়ে যাওয়ার সময় স্কুল ছাত্র রেজওয়ানুল করিম রেদওয়ানের পরনে সাদা হাফ শার্ট ও নীল ফুল প্যান্ট এবং বইপত্র সাথে ছিল। তাহার গাঁয়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল লম্বাকৃতি। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১৫৩৩৬৬৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অপর দিকে গত ৬ সেপ্টেম্বর কানাইঘাট সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মকসুদুল আলম (১৪) স্কুলে আসার পথে হারিয়ে যায়। তার পিতা সিরাজ উদ্দিন অদ্যাবধি পর্যন্ত সন্তানের কোন খোঁজ না পেয়ে কানাইঘাট থানায় ২১ সেপ্টেম্বর একটি জিডি করেছেন, যার নং-৯৯৭।হারিয়ে যাওয়া স্কুল ছাত্র মকসুদুল আলমের পরনে ছিল সাদা হাফ সার্ট ও চেক লুঙ্গী । কেউ তার সন্ধান পেলে ০১৭৪৬-৪৬৩৭৬১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়