কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা এবং ৬৫ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয় সিলেট জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এম.পি এই কমিটি দুটো অনুমোদন দেন। উপজেলা আওয়ামীলীগের কমিটিতে পৌর মেয়র লুৎফুর রহমানকে আহবায়ক এবং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রফিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নিজাম উদ্দিন, আল মিজান, অধ্যাপক লোকমান হোসেন, এডভোকেট আব্দুস ছাত্তার ও এডভোকেট মামুনর রশীদকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া জামাল উদ্দিনকে আহবায়ক এবং কে এইচ এম আব্দুল্লাহ, ভানু লাল দাস, নছির আহমদ, মোঃ সাহেদ আহমদ, খলিল আহমদ ও নাজমুল ইসলাম, হারুন কে যুগ্ম আহবায়ক করে পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামীলীগের কমিটি দুটিকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটকে পুণর্গঠিত করে কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামলীগের সম্মেলন সম্পন্ন করার আহবান জানানো হয়েছে। উপজেলা আওয়ামীলীগের কমিটিতে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে এবং পৌর আওয়ামীলীগের কমিটিতে কে এইচ এম আব্দুল্লাহ সার্বিক দায়িত্ব পালন করবেন। সিলেট জেলা আওয়ামীগের উপদপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জগলু চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সূত্র:দৈনিক সিলেটের ডাক
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়