Monday, September 17

এমএলএম বানিজ্য নিয়ন্ত্রন আইন

মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানির ব্যবসা নিয়ন্ত্রণে �ডাইরেক্ট সেল আইন- ২০১২� -এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ১৪টি অধ্যায়, ৪৮টি ধারা ও দুটি তফসিল মিলিয়ে এই খসড়া আইন। খসড়াটি তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।পর্যালোচনা ও সংশোধনের পর গত ৩০ আগস্ট মন্ত্রণালয় এই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। খসড়ায় বলা হয়েছে, লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে তিন থেকে পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা যাবে। আর কোনো কোম্পানি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও প্রতারিত ব্যক্তির ক্ষতির দ্বিগুণ পরিমাণ জরিমানা করা যাবে।এছাড়া এ ব্যবসার কোনো কোম্পানি বেশি দামে পণ্য বিক্রি করলে খসড়ায় ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে বলে জানান সচিব।এর আগে আইনটি মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হলে আরো পর্যালোচনার জন্য তা আবারো বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। এখন প্রায় ৭০টি নিবন্ধিত কোম্পানি এমএলএম কর্যক্রম পরিচালনা করছে। এছাড়া রেজিস্ট্রেশন ছাড়াও অনেক কোম্পানি এমএলএম ব্যবসা করছে। এদের অনেকের বিরুদ্ধে মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ আছে। ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়