অবাধে ফরমালিন আমদানি বন্ধে আমদানিকারকদের ওপর সরকার বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। বুধবার সকালে মালিবাগ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, ফরমালিনের অপব্যবহার বন্ধে শিগগিরি কঠোর আইন প্রণয়ন করা হবে।পঁচনশীল দ্রব্য পরিবহনকারী যানবাহনগুলো দ্রুত রাজধানীতে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে জানানো হয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় রাজধানীর ১০টি বাজারকে ফরমালিনমুক্ত কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে মালিবাগ বাজারে শুরু হয়েছে এ কার্যক্রম।বেসরকারি একটি ব্যাংকের সহযোগিতায় ফরমালিন পরীক্ষার জন্য বাজার কমিটির কাছে ৩টি ফরমালিন ডি-হাইড্রেট মেশিন হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিকে ফরমালিনের হাত থেকে রক্ষা করতে কঠোর আইন করতে হবে।পরে মালিবাগ বাজারকে ফরমালিনমুক্ত বাজার ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে মন্ত্রীকে দেখানো হয়। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়