Monday, August 6

১০ সকেন্ডে পালস বাদ্ধতামুলক করলো বিটিআরসি

মোবাইল ফোনের কলে সব ধরনের প্যাকেজে ন্যূনতম ১০ সেকেন্ড পালস রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশ দিয়েছে। প্রতিটি দেশি অপারেটরকে এ আদেশ ১৫ আগস্টের মধ্যে বাস্তবায়ন করতেও নির্দেশ দিয়েছে বিটিআরসি। মোবাইল ফোনের গ্রাহকেরা কল করার পর নেটওয়ার্কের কারিগরি ত্রুটির কারণে প্রতিনিয়তিই কল ড্রপের মতো সমস্যায় পড়ছেন। এরপর পুনঃসংযোগে প্রতিবারই এক মিনিট বা পূর্ণ পালসের অর্থ পরিশোধ করতে হয়। এ বিষয়ে নতুন নির্দেশ দিয়েছে বিটিআরসি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি চূড়ান্ত করে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল এবং টেলিটক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় নয় কোটির বেশি লোক মুঠোফোন ব্যবহার করছেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়