Saturday, September 1

শকুনের দোয়ায় গরু মরে না : নাসিম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, �শকুনের দোয়ায় গরু মরে না।� পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতা বিষয়ে বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, যতই চেষ্টা কর পদ্মাসেতু হবেই। পদ্মাসেতু যেন না হয়, তা নিয়ে বিএনিপি�র যে উল্লাস এবং চক্রান্ত তা সফল হবে না। কারণ আমরা কাজে বিশ্বাস করি, কথায় নয়। গত সাড়ে ৩ বছরে আমরা জঙ্গিবাদ নির্মুল করেছি। বিদ্যুৎ সমস্যা দূর করেছি।বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় চার নেতা স্মৃতিরক্ষা পরিষদ আয়োজিত �পদ্মাসেতু বাস্তবায়ন-সরকারের চ্যালেঞ্জ-বর্তমান রাজনীনৈতিক প্রেক্ষাপট� শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম আরও বলেন, অর্ন্তবর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। কোনো হুমকি দিয়ে লাভ হবে না।জাতীয় চার নেতা স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি লায়ন মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক নেতা সফিকুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান হেমায়েত উদ্দিন, প্রবীণ রাজনীতিক সামসুদ্দিন আহমেদ, হুমায়ুন কবীর মিজি প্রমুখ। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়