Saturday, September 1

ঈশ্বরদী রেল ষ্টেশনে রেল মন্ত্রীর ঝটিকা অভিযান

যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেল সেক্টরে দূনীতিতে ভরে গেছে। রেলের স্ল�ীপার, তেল চুরি হয়। টিকেট কালোবাজারী হচ্ছে, সবই লুটে-পুটে খাচ্ছে এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। তারা রেলকে গলা টিপে মারছে। কে কত সম্পদের মালিক হয়েছে-আমি তাদের ছাড়বো না। তাদের বিরুদ্ধে দুদক দিয়ে তদন্ত হবে। ঈশ্বরদী রেল ষ্ট্রেশন পরিদর্শনকালে রেল মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান ও স্থানীয় সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু উপস্থিত ছিলেন। মন্ত্রী গতকাল শনিবার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ের রেষ্ট হাউসে সংশ্লি�ষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক কালে এ কথা বলেন। মন্ত্রী এই বৈঠকে চাটমোহর রেলষ্টেশন মাষ্টার গাজী গোলাম ফেরদৌস ও পাকশী রেলভূমি অফিসের কানুনগো আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও বদলীর নির্দেশ দেন। উপস্থিতত জনগণ এই দু�জনের বিরুদ্ধে মন্ত্রীর কাছে দূর্নীতির অভিযোগ করলে তিনি তাৎক্ষনিক ভাবে এই আদেশ দেন। পরে মন্ত্রী পাবনা-কুষ্টিয়া সংযোগকারী লালন শাহ সেতু এবং টোলপ্ল�াজা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী টোল প্ল�াজার অনিয়ম সম্পর্কে ১৫ দিনের মধ্যে তদন্ত করে রির্পোট জমা দেওয়ার জন্য ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, পাকশী রেল বিভাগের সাড়ে ১৮শ� একর জমির মধ্যে ১৩�শ একর দখলে রয়েছে। তিনি অবশিষ্ট বেদলকৃত সম্পত্তি একমাসের মধ্যে পুনঃদখলের নির্দেশ দেন। তিনি রেলওয়ের বেদলকৃত স্থাপনা ঘুরে দেখেন এবং অবৈধ দখলদারদের সাথে কথা বলেন। এর আগে মন্ত্রী পাকশী রিসোর্টে আকষ্মিক পরিদর্শনে যান। এবং সেখানে গিয়ে দখলকৃত রেল জমির উপর স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরপর মন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন ষ্টেশন পরিদর্শন করেন এবং রেল যাত্রীদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন। এ সময় খুলনাগামী মহানন্দা ট্রেনের যাত্রী অভিযোগ করেন টিকেট কেটে ওঠার পরে ট্রেনের এফআই বলরাম দাস অতিরিক্ত টাকা দাবী করেছে। মন্ত্রী অভিযোগ শুনে তাৎক্ষনিক ভাবে তাকে থাপ্পড় মারেন। রহনপুর থেকে খুলনা পর্যন্ত মহানন্দা এক্্রপ্রেস ট্রেন বেসরকারি ভাবে ঠিকাদারের মাধ্যমে চলাচল করে আসছিল। গতকাল শনিবার সকালে ঠিকাদারের অব্যবস্থাপনার কারণে ঈশ্বরদী রেল ষ্ট্রেশন পরিদর্শনের সময় মহানন্দা এক্্রপ্রেস ট্রেনটি সাংবাদিকদের উপস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার ঘোষণা দেন। মন্ত্রী ষ্টেশনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম, রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমিনুর রশিদ, পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার পঙ্কজ কুমার সাহা, ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়