চলতি অর্থ বছরেই দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে রোববার পদ্মা সেতু নির্মাণের রূপরেখা সংসদে তুলে ধরে তিনি এ ঘোষণা দেন।রোববার বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ঋণ নিয়ে সুদসহ শোধ দিই। আমরা ভিক্ষা করি না। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পরে মন্ত্রী, সচিব ও প্রকল্প-পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে, তদন্ত করা হয়েছে। তারপরও বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করেছে।তিনি বলেন, পদ্মা সেতু আমরাই করব। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা কারও কাছে মাথা নত করেনি। পদ্মা সেতুর ব্যাপারেও দেশবাসী কারও কাছে মাথা নত করবে না।প্রধানমন্ত্রী তার সম্পনী বক্তৃতায় পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ২২ হাজার ৫৫৪ কোটি ২২ লাখ টাকা ধরে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত কোন বছরে কত টাকা অর্থায়ন হবে তা উল্লেখ করে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা সংসদে তুলে ধরেছেন।চলতি অর্থবছরের বাজেটে ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকেই দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ এই অর্থবছর থেকে শুরু হবে বলে জানান শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, মুঠোফোনের মাধ্যমে তিনি সারা দেশের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। পদ্মা সেতু নিয়ে দেশবাসীর মধ্যে চেতনা জেগে উঠেছে। তিনি আরো বলেন, টেলিফোনে প্রবাসীরা তাদের অর্থ দিতে চেয়েছেন। স্কুলের শিশুরা টিফিনের টাকা দিতে চেয়েছেন। শিশু শ্রমিকরাও টাকা দিতে চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর এই সমর্থনে পদ্মা সেতু নির্মাণে তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী। এ জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়