কানাইঘাট-সুরাইঘাট উচ্চ বিদ্যালয়ে গতকাল ক্লাস চলাকালীন সময়ে স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী শ্রেণী কে বিষাক্ত আলদ সাপের ধংষনে আহত হওয়ায় ঐ ছাত্রীকে চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টায় ৬ষ্ঠ শ্রেণীর ধর্মশিক্ষার কাস চলাকালীন সময়ে শারমিন বেগম (১২) শ্রেণী কে ব্রেঞ্চের নিচে সাঁপ দেখে সুরচিৎকার শুরু করে। এসময় শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরা সাঁপ সাঁপ বলে চিৎকার দিয়ে শ্রেণী করে বাহিরে চলে গেলেও শারমিন বেগমকে বিষধর আলদ সাঁপটি শরীলের ৩/৪টি স্থানে ছোঁবল মারলে তাকে সাথে সাথে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা ওমেক হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজনের ধারনা বন্যার পানিতে ভেসে সাঁপটি লোকালয়ে এসে স্কুলে প্রবেশ করতে পারে। এ ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সাঁপ আতঙ্ক বিরাজ করছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়