Monday, July 30

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৫ দিন লন্ডন সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সকাল ৯ টায় তিনি শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে মন্ত্রীপরিষদের সদস্য ও আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বাগত জানান। তার সফর সঙ্গী ছিলেন পরাষ্ট্রমন্ত্রী ডা. দিপুমনি, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুলাই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন । ২৬ জুলাই লন্ডনে তিনি সেন্ট প্যানক্রাস রেনেসাঁ হোটেলে যুক্তরাজ্য ভিত্তিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন ।পরে ২৭ জুলাই হাউস অব লর্ডস-এর ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ও উইম্বলডনের লর্ড আহমেদ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২৮ জুলাই আল জাজিরা টেলিভিশনকে প্রধানমন্ত্রী সাক্ষাতকার দেন। ওইদিন দুপুরে ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা এডোয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরে বিকেলে লন্ডনের বাকিংহাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়