কানাইঘাটে ছাত্রদল নামধারী ক্যাডারদের তান্ডবে কানাইঘাট ইন্টারন্যাশনাল স্কুল রনক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় পূর্ব শত্র“তার জের ধরে কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের একদল উশৃঙ্খল কর্মী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কানাইঘাট ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুলে দলবেঁধে প্রবেশ করে অফিস কক্ষে বসা সহকারী শিক্ষক আব্দুল করিম চৌধুরীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তারা অফিস করে আসবাবপত্র ভাংচুর করে এবং করিম চৌধুরীর নিকট স্কুল ফান্ডের ১৬হাজার ৫শ’ ও তার ব্যক্তিগত আরও ৭হাজার ৫শ’ লুট করে। তার আর্ত চিৎকারে স্কুলের অন্যান্য শিক্ষক ছুটে এলে দুবৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। এসময় স্কুলের শিক্ষার্থীরা প্রাণ ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ক্যাডাররা চলে যায়। পরে আহত স্কুল শিক করিম চৌধুরীকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় করিম চৌধুরী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক মানব বন্ধন কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক কাওছার আহমদ জানান, ছাত্রদলের একদল সশস্ত্র ক্যাডার দলবেঁধে স্কুলে প্রবেশ করে সহকারী শিক্ষক আব্দুল করিম চৌধুরীকে এলোপাতাড়িভাবে পিঠিয়ে গুরুতর জখম করে, অফিস করে আসবাবপত্র ভাংচুর করে এবং তার কাছে রতি স্কুলের শিক্ষকদের বেতনের ১৬হাজার ৫শ’ টাকা লুট করে। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কানাইঘাট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকের মারধরের অভিযোগ থানায় দাখিল করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়