কানাইঘাটের ৩নং দিঘীরপাড় ইউনিয়নের লন্তির মাটি গ্রাম থেকে গত ৩জুন একটি অটোরিক্সা চুরি করে পরবর্তী গত শনিবার এক ল টাকা মুক্তিপণ আদায়ের সময় কানাইঘাট থানা-পুলিশ জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন অটোরিক্সা চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অটোরিক্সা চোরেরা হলো গোলাপগঞ্জ উপজেলার ছত্রিশ বইটিকর গ্রামের মজির উদ্দিনের পুত্র সোহেল আহমদ (২৮) একই উপজেলার আনিয়া পূর্বপাড় গ্রামের আফতাব আলীর পুত্র আজিজুর রহমান (২৮), একই গ্রামের মকবুল হোসেনের পুত্র সেলিম আহমদ (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩জুন কানাইঘাট লন্তিরমাটি গ্রামের জামাল উদ্দিনের মালিকানাধীন সিলেট-থ-১২-৯২১৩ নং অটোরিক্সাটি নিজ বাড়ী থেকে গভীর রাতে চুরি হয়ে যায়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় একটি জিডি করেন। পরবর্তীতে তার ছেলেকে ফোন দিয়ে অটোরিক্সা চোরেরা জানায় ১ল টাকা মুক্তিপণ দিলে গাড়ীটি ফিরিয়ে দেওয়া হবে। অটোরিক্সার মালিক গ্রেফতারকৃতদের ১৫হাজার টাকাও দেন। গত শনিবার মুক্তিপণের অবশিষ্ট ৮৫হাজার টাকা দেওয়ার দিন ধার্য্য করা হয়। বিষয়টি সিএনজি মালিক জামাল উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. আকিকুল ইসলামকে জানান। পরে একদল পুলিশ ফোর্স নিয়ে এস.আই আকিক জকিগঞ্জ রোডের শাহবাগ এবং গোলাপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ ৩জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের পুলিশি রিমান্ড চাওয়া হবে বলে এস.আই.আকিক জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়