Friday, June 22

জিম্বাবুয়েকে হারিয়েছে : শুক্রবার জিততেই হবে বাংলাদেশেকে

বৃহস্পতিবার বাংলাদেশ জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্র�প পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাজার অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৪৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুলের ১৯, তামিম ইকবালের ১৩ ও আনামুল হকের ১১ রানের ছোট তিন ইনিংসের পরও ৫২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।চতুর্থ উইকেটে নাসির হোসেনের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের (৩১) ৪৭ রানের জুটি ধাক্কা সামলে অতিথিদের খেলায় ফেরায়। ভুসিমুজি সিবান্দার সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে মুশফিকের বিদায়ে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ।পঞ্চম উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সফরে বাংলাদেকে প্রথম জয় এনে দেন নাসির। ম্যাচ শেষে নাসির অপরাজিত থাকেন ৪১ রানে। ১৫ বল হাতে রেখে পাওয়া জয়ে মাহমুদুল্লারও বড় অবদান। তিনি অপরাজিত থাকেন ২৯ রানে।এর আগে ব্যাট করতে নেমে ২২ রানেই সিবান্দার (১২) বিদায়ে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। আব্দুর রাজ্জাকের বলে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ব্যক্তিগত ৫ রানে মাসকাদজা বেঁচে না গেলে স্বাগতিকদের বিপদ আরো বাড়তো।দ্বিতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেইলারের (২৭) সঙ্গে মাসাকাদজার ৪৮ রানের জুটি ধাক্কা সামলে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে আসে।নবম ওভারে বল করতে এসে ১৮ রান দিলেও টেলরকে সাজঘরে ফেরত পাঠান জিয়াউর রহমান। পরের ওভারে রানের খাতা খোলার আগেই ত্রেইগ আরভিনকে বিদায় করে চাপ আরো বাড়ান মাহমুদুল্লাহ।চতুর্থ উইকেটে স্টুয়ার্ট মাতসিকেনেরির (২৭) সঙ্গে ৫১ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে আসেন মাসাকাদজা। কিন্তু দলীয় ১২৫ রানে মাতসিকেনেরি ও ৩ রান পরে মাসকাদজার (৫৬) বিদায়ে খেলায় ফিরে বাংলাদেশ। টানা তৃতীয় অর্ধশতক তুলে নেয়া মাসাকাদজার ৫৪ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা।অতিথিদের দুর্দান্ত ফিল্ডিং আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে ৫ উইকেট হারানোয় ২৪ রানের বেশি করতে পারেনি অতিথিরা। ২৮ রানে ২ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সেরা বোলার।সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ১৪৯/৮ (সিবান্দা ১২, মাসাকাদজা ৫৬, টেইলার ২৭, আরভিন ০, মাতসিকেনেরি ২৭, চিগুম্বুরা ১, ক্রেমার ১০, উৎসেয়া ৩, জার্ভিস ৭*, পোফু ০*; মাশরাফি ২/২৮, জিয়া ১/১৮, হাসান ১/২৬, সানি ১/২৭, মাহমুদুল্লাহ ১/২৮)বাংলাদেশ: ১৫৩/৪ (তামিম ১৩, আশরাফুল ১৯, আনামুল ১১, মুশফিক ৩১, নাসির ৪১*, মাহমুদুল্লাহ ২৯*; জার্ভিস ১/১৮, ক্রেমার ১/৩০)
আপলোড তারিখ : 2012-06-21সূত্র ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়