Tuesday, June 19

কানাইঘাটের শিক্ষক আবু তাহের হত্যা : সৎ ভাইয়ের ফাঁসি, স্ত্রীর যাবজ্জীবন

কানাইঘাটে মাদ্রাসা শিক্ষক আবু তাহের হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের ভারপ্রাপ্তবিচারক মোঃ মঞ্জুরুল হক খান এ রায় দেন।ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুর রহমানকে এক ল টাকা জরিমানা এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মনোয়ারা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরো ৫ বছরের কারাভোগ করতে হবে।দন্ডপ্রাপ্তরা হচ্ছে, কানাইঘাট থানার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ব্রাণগ্রামের ইব্রাহিম আলীর ছেলে ও মাদ্রাসা শিক আবু তাহেরের সৎভাই আব্দুর রহমান (৪২) ও আবু তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম (৪১)।মামলার নথি থেকে জানা গেছে, হাফেজ আবু তাহের বিয়ানীবাজার থানার বড়দেশ হাফেজিয়া মাদ্রাসায় শিকতা করতেন। পরে তিনি কোরআনে হাফেজ শেষ করে বড়দেশ এলাকার একটি মসজিদে ইমামতির কাজ নেন। এ জন্য আবু তাহের ১/২ মাস পর পর ব্রাণগ্রামে নিজ বাড়ীতে যাতাযাত করতেন। এ সুযোগে তার সৎভাই আব্দুর রহমানের সাথে স্ত্রী মনোয়ারা বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সম্পর্ক হাফেজ আবু তাহের জানতেন না। ২০০৭ সালের ১১ অক্টোবর তাহের কর্মস্থল থেকে বাড়ি ফিরলে ওই রাতেই মনোয়ারা বেগম ও আব্দুর রহমান পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের অন্ডকোষে বেদড়ক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ তৈয়ব আলী বাদী হয়ে ১২ অক্টেবর কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।২০০৮ সালের ২৮ ফেব্রয়ারী ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কানাইঘাট থানার এসআই মোঃ কাইয়ুম মুন্সী । দীর্ঘ শুনানী ও ২৩ সাীর স্ব্যা গ্রহন শেষে আদালত এ রায় দেন।রাষ্ট্র পে এপিপি এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, আসামী পে এডভোকেট এম এ মালিক শামীম মামলাটি পরিচালনা করেন।
সূত্র:-দৈনিক সিলেট সুরমা ১৯ জুন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়