Friday, June 22

ছয়দফা দাবী আদায়ের লক্ষ্যে কানাইঘাটে প্রাথমিক শিক্ষকদের র‌্যালী সমাবেশ

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদকে ২য় শ্রেণীতে উন্নিতকরণ, সহশিক্ষকদের বেতন প্রধান শিক্ষকের একধাপ নিচেসহ ছয়দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপজেলা সদরে র‌্যালী পরবর্তী নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এম.এ. লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, সদস্য আনোয়ার উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি নীলিমা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, শিক্ষকনেতা আজিজুল হক, লুৎফুর রহমান, আব্দুল কাদির, শমসের আলম, নুরুল ইসলাম, মাহবুবুল করিম, এখলাছ উদ্দিন প্রমুখ। সভায় শিক্ষকরা অবিলম্বে তাদের ন্যায় সংঘত ছয়দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তা না হলে সারাদেশে শিক্ষকরা নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের দাবী আদায় করে ছাড়বেন বলে হুশিয়ার উচ্চারণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়