Friday, June 22

বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকার হার : এখন ফাইনালের স্বপ্ন

শুক্রবার দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারের স্বাদ দেওয়ার পর টাইগাররা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিক বাহিনী। আশরাফুলের ৪০ রানের ইনিংসটির পর ২৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে জয়ের পথে বড় অবদান রেখেছেন মাহমুদুল্লাহ। আর এই জয় দিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্নটাও বেশ ভালোমতোই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন জুনায়েদ সিদ্দিকী ও আনামুল হক। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে বেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। কিন্তু নবম ওভারে বাংলাদেশকে বড় একটা ধাক্কা দেন ওয়েন প্রানেল। একই ওভারে তুলে নেন মুশফিক ও নাসির হোসেইনের উইকেট। পঞ্চম উইকেটে ২০ রান যোগ করেছিলেন আশরাফুল ও মাহমুদুল্লাহ। ১৩তম ওভারে দলীয় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন আশরাফুল। তবে এরপর বাকি কাজটা বেশ ভালোমতোই করেছেন মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান। ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ ২৮ রান করে আউট হয়ে গেলেও ২৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জিয়াউর।এর আগে গত তিন ম্যাচের মতো গতকালও টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। আর বল হাতে শুরুটা ভালোই করেছিল মুশফিক বাহিনী। ইলিয়াস সানি ও মাহমুদুল্লাহর ভালো বোলিংয়ের সুবাদে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ৭ ওভারের মধ্যেই মাত্র ৩৪ রানে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডু প্লেসিস, কলিন ইনগ্রাম ও হাশিম আমলা। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন জাস্টিন ওন্টোং ও ফারহান বেহারদিন। ১৬তম ওভারে এই জুটি ভাঙেন জিয়াউর রহমান। স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ওন্টোং। তাঁর ব্যাট থেকেই এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান। এরপর দ্রুতই আরও তিনটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত রবিন পিটারসেনের ১০ রানের সুবাদে ১২৯ রানে শেষ হয় প্রোটিয়া ইনিংস।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ১২৯/৭ (আমলা ২০, প্লেসিস ১৩, ইনগ্রাম ১, অনটং ৪১, বেহারডিন ১৬, মরকেল ১২, ভিলাস ১২* মরিস ০, পিটারসন ১১*; সানি ২/২১, জিয়া ১/৭, মাহমুদুল্লাহ ১/১৮, মাশরাফি ১/৩৭)বাংলাদেশ: ১৩০/৭ (জুনায়েদ ৫, আশরাফুল ৪০, আনামুল ৪, মুশফিক ৭, নাসির ০, মাহমুদুল্লাহ ২৮, জিয়া ২৭*, ফরহাদ ১, মাশরাফি ০*; ডি ল্যাঙ্গ ৩/২৫, পার্নেল ২/১৮, মরকেল ১/১৪, মরিস ১/২৩) খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়