নির্বাচন কমিশন (ইসি) সকলের কাছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে গ্রহণযোগ্য ও গণমুখী করার উদ্যোগ নিচ্ছে। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হচ্ছে। এমনকি ইভিএমকে বিতর্কমুক্ত রাখতে বিদেশী পরামর্শ নিয়োগের বিষয়ও বিবেচনা করছে ইসি। পাশাপাশি রাজনৈতিক দলগুলো কাছ থেকেও ইভিএম সম্পর্কে আবার মতামত নিতে পারে ইসি। তবে ইভিএমকে সংরক্ষণের জন্য ইতিমধ্যে সিইসির কাছে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র মতে, ইসি চাচ্ছে না ইভিএম নিয়ে নতুন করে কোন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হোক। বরং সবার কাছে ইভিএমকে কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই পথ খোঁজা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় বা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে �ধীরে চলো� নীতি গ্রহণ করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও তাড়াহুড়া করে ইভিএম ব্যবহারের পক্ষ নন। বরং কিভাবে ইভিএম ব্যবহার গ্রহণযোগ্য করা যাবে, কিভাবে এর ব্যবহার জনপ্রিয় করা সম্ভব তাই পর্যালোচনা করে দেখা হচ্ছে।সূত্র জানায়, ইসি দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচনে ইভিএম ব্যবহারে আস্থায় আনতে একজন স্থানীয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে প্রধান করে কিমিট করার পরিকল্পনা নিয়েছে। ওই কমিটি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ইভিএমকে কার্যকর করতে যে সুপারিশ করবে সে মোতাবেক পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে। তাছাড়া স্থানীয় নির্বাচনে ব্যবহৃত ১২শ� ৩০টি ইভিএম মেশিন সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে পুরোপুরি ইভিএম ব্যবহারের পরিকল্পনা না থাকলেও আপাতত কিছু এলাকায় এটি ব্যবহার করা যায় কিনা তাও পর্যালোচনা করা হচ্ছে। এজন্য প্রয়োজনে আইনের কিছু বিষয়ে সংশোধনও আনা হতে পারে।সূত্র আরো জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) সহায়তায় তৈরি ইভিএম ব্যবহার করে প্রথম ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে ভোগ গ্রহণ করা হয়। এরপর ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে, চলতি বছরের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের সবকটি ওয়ার্ডে এবং ১৯ জানুয়ারি অনুষ্ঠিত নরসিংদী পৌর উপ-নির্বাচনের সব কেন্দ্রে সাফল্যের সাথে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়। তবে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা তা এখনো নিশ্চিত করেনি ইসি।এ প্রসঙ্গে সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ইভিএমকে আরো কার্যকর ও গ্রহণযোগ্য করতে যা করার প্রয়োজন কমিশন তাই করবে। এজন্য নির্বাচন কমিশনের স্থানীয় ও বিদেশীদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও পরিকল্পনা রয়েছে।
আপলোড তারিখ : 2012-06-19 সূত্র ফেয়ার নিউজ
আপলোড তারিখ : 2012-06-19 সূত্র ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়