পুলিশ সোমবার ফকিরাপুল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক ব্যবহারের এলাকা চিহ্নিত করে দেওয়াসহ ১১টি শর্তে ১৮ দলের নয়া পল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে । শর্তের মধ্যে আরো রয়েছে- মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না, সমাবেশ শুরুর দুই ঘণ্টার বেশি আগে লোক সমাগম করা যাবে না, বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।নির্ধারিত এলাকার বাইরে সমবেত না হওয়া এবং সমাবেশস্থলের বাইরে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি না করতেও বিএনপিকে বলা হয়েছে।শর্তে আরো বলা হয়েছে, সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ করা যাবে না। মঞ্চকে রাজনৈতিক বক্তব্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমানের সই করা অনুমতিপত্র রোববার রাত ৮টার দিকে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির কাছে পৌঁছানো হয়। সূত্র ফেয়ার নিউজ আপলোড তারিখ : 2012-06-10
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়