গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশ বহু মামলার দূর্ধর্ষ পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার শাহাব উদ্দিন ওরফে ফকির আলী(৩৭)কে গত শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দারের বাড়ী উপজেলার নিজ দলইকান্দি গ্রামে। সে মৃত ছিফতউল্লার পুত্র। থানা সূত্রে জানা যায়, ধৃৃত ডাকাত শাহাব উদ্দিন দীর্ঘদিন থেকে কানাইঘাট উপজেলাসহ প¦ার্শবর্তী উপজেলা সমূহে ডাকাতী,দস্যুতা,চুরি,মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তার বিরুদ্বে কানাইঘাট থানায় ৫টি,জৈন্তাপুর থানায় ১টি ডাকাতী মামলা রয়েছে। পুরিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এ.এস.আই ছিদ্দিক ও এ.এস.আই অনুপমের নেতৃত্বে সিলেট থেকে আগত পুলিশের একদল স্পেশাল ফোর্স অভিযান চালিয়ে ডাকাত শাহাব উদ্দিনকে তার বাড়ীর নিকটস্থ হাওর থেকে গ্রেফতার করে। ডাকাত সর্দার শাহাবউদ্দিন গ্রেফতারের সংবাদে এলাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়