Sunday, May 20

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার

বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়া জয় করেছেন নিশাত মজুমদার। আজ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। আর এরই সঙ্গে বিরল এক গৌরবের অধিকারী হন নিশাত। তার এ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন।নিশাতের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসাবে দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেছেন এম এ মুহিত। এর আগে, তিব্বতের দিক থেকেও এভারেস্ট চূড়া জয় করেছেন তিনি। উত্তর ও দক্ষিণ দু’দিক থেকে এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশী হওয়ার গৌরব অর্জন করলেন এম এ মুহিত। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপরের বছরের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুহিত।লক্ষ্মীপুরের মেয়ে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার রাজধানী ঢাকার বটমলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। এভারেস্ট বিজয়ী নিশাত ও মুহিত বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য।উল্লেখ্য, রাধানাথ শিকদার (১৮১৩-১৮৭০) নামে এক বাঙালি গণিতবিদ জরিপ তথ্য-উপাত্ত ঘেঁটে প্রথমে বের করছিলেন যে, এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ চূড়া। তিনি ভারতের ততকালীন ব্রিটিশ প্রশাসনের জরিপ বিভাগের সার্ভেয়ার জেনারেল অব ইন্ডিয়ার দপ্তরে কাজ করতেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়