Friday, May 11

কানাইঘাটে রিভলবার উদ্ধার

গত মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৯ এর একদল সদস্য কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের লালারচক গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র নূর আহমদের বসতঘর থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরী একটি রিভলবার উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রটি র‌্যাব গত বুধবার কানাইঘাট থানায় হস্তান্তর করেছে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নূর আহমদের বাড়ীতে অস্ত্র আছে জানতে পেরে একদল র‌্যাব সদস্য মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে নূর আহমদের বসতঘরে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম শাহীন, আলাউর রহমান, আব্দুশ শুকুর, এবাদুর রহমানসহ গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নূর আহমদের বসতঘরে অভিযান চালিয়ে রান্নার চুলা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করেন। এ সময় নূর আহমদ বাড়ীতে ছিলেন না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে র‌্যাব-৯ এর সাথে যোগাযোগ করা হলে, পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলা হয় অবৈধ অস্ত্রটি কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি রফিকুল হোসেইন বলেন, র‌্যাব-৯ এর সদস্যরা অবৈধ অস্ত্রটি গত বুধবার থানায় জমা দিয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, যার বাড়ী থেকে রিভলবারটি উদ্ধার করা হয়েছে সে বাড়ীর মালিক নূর আহমদ ধূর্ত প্রকৃতির লোক। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় দুটি নারী নির্যাতন মামলা রয়েছে। সে সক্রিয় চোরাকারবারি চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী। গ্রামে তার প্রতিপক্ষকে ফাঁসাতে অবৈধ অস্ত্রটি তার ঘরে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়