স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার(১১ মে) কানাইঘাটে দু’দল পরিবহন শ্রমিকের মধ্যে প্রায় ৩ ঘন্টাব্যাপী দফায় দফায় উত্তেজনা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পরে ৬/৭ জন পরিবহন শ্রমিক আহত হয়েছেন। তবে পুলিশের কঠোর ভূমিকায় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তেেপ বড়ধরণের কোন সংঘর্ষ ঘটেনি। জানা যায়, সড়কের বাজার স্ট্যান্ডের সিএনজি, ক্যারিকাব ও লেগুনার ড্রাইভাররা গত কয়েকদিন ধরে থানা সদরের কানাইঘাট বাজারের পূর্ব গলিতে অঘোষিতভাবে স্ট্যান্ড বসিয়ে যাত্রী বহনের জের ধরে গতকালের এ সংঘর্ষ ঘটনা ঘটে। সড়কের বাজার স্ট্যান্ডের ক্যারিকাব, লেগুনা ও অটোরিক্সার চালকরা নবনির্মিত কানাইঘাট সুরমা সেতু দিয়ে যাত্রী নিয়ে কানাইঘাট বাজারে প্রবেশ করে পূর্ব বাজারের অঘোষিত স্ট্যান্ড বসিয়ে যাত্রী বহন করে আসছিলেন। এতে কানাইঘাট উত্তর ও দণি বাজার অটোরিক্সা, ক্যারিকাব স্ট্যান্ডের শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুটি স্ট্যান্ডের অধীনে এসে বৈধভাবে গাড়ী চালানোর জন্য সড়কের বাজার স্ট্যান্ডের শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কিন্তু সড়কের বাজার পরিবহন শ্রমিকরা নিয়মকানুনের তোয়াক্কা না করে গায়ের জোরে অবৈধভাবে স্ট্যান্ড তৈরি করে বাজারের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাত্রী বহনের ঘটনায় ফুঁসে উঠেন কানাইঘাট উত্তর ও দণি বাজার স্ট্যান্ডের শ্রমিকরা। গতকাল তারা সকাল ১১টায় একত্রিত হয়ে সড়কের বাজার স্ট্যান্ডের চালকদের গাড়ি চালাতে বাঁধা প্রদান করলে পাল্টা সড়কের বাজার শাখার গাড়ির শ্রমিকরা প্রায় শতাধিক ক্যারিকাব, লেগুনা ও অটোরিক্সার বহর নিয়ে দণি বাজার দিয়ে প্রবেশের চেষ্টা করলে উভয় পরে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সড়কের বাজার শ্রমিকদের প নিয়ে কিছু বহিরাগতরা তাদের সাথে যোগ দিলে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করে। উভয় প লাঠি-সোটা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিলে খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেইন একদল পুলিশ নিয়ে দণি বাজার স্ট্যান্ডে ছুটে এসে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপরও উভয় পরে মধ্যে সংঘাত বিরাজ করলে পুলিশ কানাইঘাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের কারণে কোন ধরণের রক্তয়ী সংঘাতের ঘটনা ঘটেনি। পরে আবারও থানার ওসি উভয় পরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে বিষয়টি বসে শান্তি পূর্ণভাবে মীমাংসার আশ্বাস প্রদান করলে বেলা দেড় টার দিকে শ্রমিকরা যার যার অবস্থানে চলে যায়। এ ব্যাপারে ওসি রফিকুল হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, দু’দল শ্রমিকদের মধ্যে স্ট্যান্ড ব্যবহার নিয়ে উত্তেজনা ও মতবিরোধের বিষয়টি আজ উভয় পরে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও কানাইঘাটের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রশাসনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে নিষ্পত্তি করা হবে। এ নিয়ে যাতে করে যেকোন ধরণের অনাকাক্সিত ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। এ দিকে বাজারের ব্যবসায়ীবৃন্দ ও ভোক্তভোগীরা দুর্ঘটনা রোধে বাজারের ভিতর দিয়ে যাতে কোন ধরণের যানবাহন চলাচল করতে না তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়