Friday, May 25

নবগঠিত কানাইঘাট তথ্য সেবা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নব গঠিত“কানাইঘাট তথ্য সেবা পরিষদের” কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শুক্রবার ২৫মে বিকেল ৩টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক প্রকৌশলী মাহমুদ হোসেইনের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক এ.কে.এম ওলিউল্লাহ”র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন-আহবায়ক সাংবাদিক এখলাছুর রহমান,বদরুল আলম চৌধূরী (বাবু),ডাঃ মূফাজ্জিল হোসেইন,সিনিয়র সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল,এডভোকেট মামুন রশীদ,মোঃ সাইফুল্লাহ,ডাঃ হোসেইন আহমদ,সাংবাদিক নিজাম উদ্দিন,জামাল উদ্দিন,মাহবুবুর রশিদ,কাওছার আহমদ,আব্দুন নূর,কামাল উদ্দিন প্রমূখ। সভায় সরকারের সকল সেবা ও উন্নয়নমূলক কমকার্ন্ডের তথ্য জনসাধারনকে অবহিত করনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়