Wednesday, May 30

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেলা পৌনে ১২টায় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। এর পর নেতা-কর্মীরা এক মিনিট নীরবে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়।এরপর কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলেও খালেদা জিয়া অংশ নেন। প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার �শাহাদত দিবস� হিসেবে পালন করে।বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, শাজহাহান ওমর, আবদুল মান্নান, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, নিজাম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, সাম্মী আখতার ও রাশেদা বেগম হীরাসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার পর পর্যায়ক্রমে জিয়ার কবরে ফুল দেয় মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ডক্টরস অ্যাসোসিয়েশ-ড্যাব, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব, ওলামা দল, ছাত্রদল, সম্মিলিক পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন।মিলাদ মাহফিল শেষ করে কবর প্রাঙ্গনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন খালেদা জিয়া।ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।জিয়ার কবর প্রাঙ্গনে আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর টাউন হলের মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের চার দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময়ে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, থানা বিএনপির সভাপতি আতিকুল্লাহ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।বুধবার প্রথম দিনে রাজধানীর ১৮ টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার।মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি হবে চারদিনের।দলের সহ দপ্তর সস্পাদক আবদুল লতিফ জনি জানান, রাজধানীর মতো সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়