প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে দু�দিনের সরকারি সফর শেষে বুধবার বিকেল দেশে ফিরেছেন।যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম-২০১২�র বার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার তিনি দোহা যান। ফোরামের উদ্বোধনী অধিবেশনে পরিবর্তনের চ্যালেঞ্জের ওপর তিনি মূল বক্তব্য পেশ করেন।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছায়।জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মতারা এ সময় উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়