কানাইঘাটে এক লম্পট কর্তৃক হতদরীদ্র ঘরের পিতৃহীন বার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১নং লীপ্রসাদ পূর্ব ইউপির লীপুর গ্রামে। ধর্ষিতাকে গত রোববার স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ কানাইঘাট থানায় নিয়ে আসেন। পুলিশ ভিকটিমকে তাদের হেফাজতে নিয়ে ঐ দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন জানিয়েছেন,শিশুটির মেডিকেল রিপোর্ট পাওয়ার পর সব ধরনের আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। তবে ভিকটিমের পরিবার থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাত অনুমান ৩টায় এলাকার চিহ্নিত অপরাধী একাধিক মামলার আসামী লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র ছালিক উদ্দিন(৩৫) একই গ্রামের পিতৃহীন দরিদ্র শিশুটির কাঁচা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে চলে যায়। পরদিন রোববার সকালে শিশুটি তার ভাবীকে বিষয়টি অবহিত করে। পরে পরিবারের পক্ষ থেকে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গকে ঘটনাটি জানানো হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদকে বিষয়টি অবহিত করেন। পরে চেয়ারম্যান ভিকটিমের জবানবন্ধি শুনে বেলা ২টায় তাকে নিয়ে থানায় যান। থানায় শিশুটি স্থানীয় সাংবাদিকদের জানায়, তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে লম্পট ছালিক খারাপ কাজ করেছে। এসময় মেয়েটির মা কান্না জড়িত কন্ঠে বলেন,ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেননা এই সুযোগে তার শিশু কন্যাটির ইজ্জত হরন করেছে লম্পট ছালিক। তিনি ধর্ষকের কঠোর শাস্তির দাবী করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদসহ আরো অনেকে জানিয়েছেন,ছালিক এলাকার একজন চিহ্নিত অপরাধী । এলাকাবাসী এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়