Thursday, February 23

কানাইঘাটে আসামি ধরতে গিয়ে জকিগঞ্জ থানার ওসি অবরুদ্ধ

গত মঙ্গলবার গভীর রাতে জকিগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট বাজার থেকে গরু চুরি মামলার এফআইআরভুক্ত এক আসামীকে গ্রেফতার করতে এসে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরধরে ২ঘন্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে জনতা। এক পর্যায়ে কানাইঘাট থানার ওসি রফিকুল হোসেন ও ওসি (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোকজনকে শান্তনা প্রদান করে জকিগঞ্জ থানার ওসি ও তার সাথে আসা পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যান। উত্তেজিত লোকজন এক পর্যায়ে গ্রেফতারকৃত গরু চোর কানাইঘাট বাজারের মাংস ব্যবসায়ী ইসলাম উদ্দিন কে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যত্র লোকিয়ে রাখে। তবে পরে জনতার সহযোগীতায় কানাইঘাট থানা পুলিশ হাতকড়াসহ গরুচোর ইসলাম উদ্দিনকে ২ঘন্টা পর পূণরায় ধরে জকিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, গত মঙ্গলবার রাত অনুমানিক ১টায় জকিগঞ্জ থানার ওসি আব্দুল হাইয়ের নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট বাজারের শাহজালাল রেষ্টুরেন্ট থেকে জকিগঞ্জ থানায় দায়েরকৃত একটি গরু চুরি মামলার আসামী কসাই ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় হোটেলে বসা লোকজন পুলিশের পরিচয় ও ইসলাম উদ্দিন কে কেন গ্রেফতার করা হচ্ছে জানতে চাইলে গরু চুরি মামলার বাদী বাদল কানাইঘাটের লোকজনকে নিয়ে কুটুক্তি করলে তাকে উপস্থিত লোকজন মারধর করেন এবং গ্রেফতাকরকৃত ইসলাম উদ্দিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের সাথে উপস্থিত লোকজনের হাতাহাতির ঘটনা ঘটলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে কানাইঘাট থানার ওসি রফিকুল হোসেইন ও ওসি তদন্ত রুহুল আমিন বাজারে উপস্থিত হন। এক পর্যায়ে ঘটনার মূল থেকে উপস্থিত আ’লীগ নেতা জামাল উদ্দিন ও থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের উপস্থিতিতে ওসি রফিকুল হোসেন উত্তেজিত জনতার উদ্দ্যেশে বক্তব্য রাখেন। পরে কটূক্তিমলক আচরণের জন্য গরু চুরি মামালার বাদী বাদল উপস্থিত জনতার কাছে ক্ষমা চাইলৈ অবরুদ্ধ জকিগঞ্জ থনার ওসি সহ পুলিশ সদস্যদের উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত ইসলাম উদ্দিনকে কানাইঘাট থানা থেকে নিয়ে যায়। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জকিগঞ্জ থানায় দায়েরকৃত একটি গরুচোরী মামলার এফআইআর ভুক্ত আসামী কানাইঘাট বাজারের পেশাদার কসাই ইসলাম উদ্দিনকে জকিগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট বাজার থেকে রাত ১টার পরে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় মামলার বাদী বাদল স্থানীয় উপস্থিত লোকজনের সাথে অসৌজন্য মূলক আচরণের জের ধরে এবং গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে উপস্থিত জনতার উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমি এবং ওসি স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ও আসামীকে পূনরায় গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেই। জকিগঞ্জ থানার ওসি আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি গরুচুরি মামলার আসামীকে কানাইঘাট বাজার থেকে গ্রেফতার করে ফেরার পথে কিছু সংখ্যক দুস্ককৃতিকারী উপস্থিত লোকজনকে ভুল বুঝিয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত গরু চোর ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জকিগঞ্জ থানার নিরীহ লোকজনদের গরু চুরি করে কানাইঘাটে এনে বিক্রি করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় আরো দুটি গরুচুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্যযে, গ্রেফতারকৃত ইসলাম উদ্দিনের বাড়ী কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামে। সে কানাইঘাট বাজারের একজন মাংস ব্যবসায়ী। তার বিরুদ্ধে চোরাই গরু জবাই করে বিক্রির ঘটনায় কানাইঘাট থানায় দু’টি মামলা রয়েছে বলে জানাগেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়