Thursday, February 23

কানাইঘাটে সাংবাদিক দম্পতি খুনীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও এটিএন বাংলার সিনিয়র স্টাফরিপোর্টার সাগর-রুনি দম্পতি ঘাতকদের চিহ্নিত করে সুষ্ট তদন্তের মাধ্যমে অবিলম্বে গ্রেফতারের দাবীতে দেশব্যাপী সাংবাদিকদের কর্মসূচীর অংশ হিসেবে গত বুধবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসকাবের উদ্যেগে ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ.হান্নানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুল আহমদ,অফিস সম্পাদক নিজাম উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন,সদস্য মাহবুবুর রশিদ,সাংবাদিক কাওছার আহমদ,আব্দুন নূর,বদরুল ইসলাম,মাহবুবুল আলম বাবুল ও জয়নাল আবেদীন প্রমূখ। সভায় বক্তারা বলেন নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার সাংবাদিক দম্পতির হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হওয়ার পরও খুনীদের পুলিশ গ্রেফতার করতে ব্যার্থ হওয়ায় দেশবাসী ও সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। এদিকে ফটো সাংবাদিক সি.এম মারুফের অকাল মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আন্তার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়