Wednesday, February 22

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে পুর্ষ্পাপণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও কানাইঘাট ডিগ্রি কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অমর একুশে ফেব্রয়ারী ষাট বছরে পদার্পন উপলক্ষে শহীদ মিনার চত্ত্বরে কানাইঘাট ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এক আলোচনা সভায় মিলিত হয় । শোকাবহ, গৌরবোজ্জ্বল একুশের ইতিহাস নিয়ে আলোচনায় অংশ নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, শিক্ষক ফয়ছল উদ্দিন, ওলিউর রহমান ও শিক্ষার্থীদের মধ্যে বদরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়