অবশেষে জরিমানা ছাড়াই পরীক্ষার্থীদের কাছ থেকে জব্দকৃত মোবাইল সেটগুলো ফেরত দিতে সম্মত হয়েছেন কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা শান্ত হয়েছেন। গত সোমবার কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলের হাদীস শাস্ত্র বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বে পরিদর্শকরা পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করে ১৮০ টি মোবাইল সেট উদ্ধার করে কেন্দ্র সচিবের কক্ষে জমা রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন কেন্দ্র পরিদর্শনকালে মোবাইল সেটগুলো জব্দ করে তার কার্যালয়ে নিয়ে আসেন এবং এক হাজার টাকা করে প্রতি মোবাইল সেটে জরিমানা দিতে বলেন। এসময় কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান জরিমানা ছাড়া মোবাইল সেটগুলো পরীক্ষার্থীদের হাতে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে ইউএনও এবিষয়ে কর্ণপাত না করে বলেন, অফিস কক্ষে মোবাইল সেটগুলো রাখাটা আইনের দৃষ্টিতে অপরাধ। জরিমানা অবশ্যই দিতে হবে। এ ঘটনায় এলাকার সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনওর অনড় অবস্থানে এলাকায় অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। কেউ কেউ আন্দোলনেরও হুমকি দেন। এছাড়া বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর টনক নড়ে। গতকাল তিনি কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমানকে তার কার্য্যালয়ে ডেকে নিয়ে জব্দকৃত মোবাইল সেটগুলো জরিমানা ছাড়াই আজ বুধবার ফেরত দেবেন বলে জানান। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ‘একটি মিটিংয়ে আছেন’ বলে মোবাইল সংযোগ কেটে দেন। তবে কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আজ সকাল ১০টায় মোবাইল সেটগুলো হস্তান্তরের কথা রয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়