Saturday, February 18

গাছবাড়ী-হরিপুর সড়কের অসমাপ্ত কাজ বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন

কানাইঘাট গাছবাড়ী-হরিপুর রাস্তার অসমাপ্ত ৭ কিলোমিটার কাঁচা রাস্তা ব্রীজসহ পাকাকরণের দাবীতে আজ শনিবার সকাল ১১টায় কানাইঘাট-হরিপুর রাস্তা বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাস্তার জংলা নামকস্থানে ৩ কিলোমিটার ব্যাপী দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে এলাকার সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ হাজারো মানুষ অংশ গ্রহণ করে গাছবাড়ী এলাকাসহ পূর্ব সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী গাছবাড়ী-হরিপুর রাস্তার বাইপাস সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার স্থানীয় জনগণের কাছে ওয়াদা করেছিলেন তিনি যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ গাছবাড়ী-হরিপুর রাস্তার অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়ন করবেন। তার এরূপ আশ্বাসে স্থানীয় জনসাধারণ তাকে বিপুল ভোটে বিজয়ী করলেও সরকারের তিন বছর পেরিয়ে যাওয়ার পর আজও রাস্তার অসামাপ্ত কাজ বাস্তবায়ন করা হয়নি। আগামী একমাসের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে বলে রাস্তা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন। ৩ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাছবাড়ী-হরিপুর রাস্তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ফজলে হক, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুস সাত্তার, সমাজসেবী ওলিউর রহমান, ইউপি সদস্য মর্তুজ আলী, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমিন, জমিয়ত নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, কৃষক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, ছাত্রনেতা হামজা হেলাল প্রমুখ। উল্লেখ্য যে, গাছবাড়ী-হরিপুর রাস্তার জৈন্তাপুর উপজেলার অংশের কাজ বহু আগে সম্পন্ন করা হলেও কানাইঘাট অংশের অবশিষ্ট ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় এ রাস্তা দিয়ে সিলেট শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাস্তাটির কাজ সম্পন্ন হলে অল্প সময়ে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানিবাজার ও গোলাপগঞ্জের ১০ লাধিক জনসাধারণের যাতায়াত ক্ষেত্রে সময়ের পাশাপাশি আর্থিক সাশ্রয় হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়