Saturday, February 18

কানাইঘাটে প্রেমিক জুটি আটক

কানাইঘাট থানা পুলিশ গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া থেকে কানাইঘাট থেকে পালিয়ে যাওয়া প্রেমিক জুটিকে গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় আজ সকাল ৭টায় আটক করেছে। জানা যায়, কানাইঘাট উপজেলার ৭নং দণি বাণীগ্রাম ইউপির দলইকান্দি গ্রামের মৃত তবারক আলীর পুত্র দুবাই ফেরত প্রবাসী জাহিদুল আলম (২৫) এর সাথে তিন মাস পূর্বে পার্শ্ববর্তী ইউনিয়নের নারাইনপুর গ্রামের বদরুল আলমের মেয়ে লুবনা বেগম (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক জাহিদুল পারিবারিক ভাবে প্রেমিকা লুবনাকে বিয়ে করার জন্য তার পিত্রালয়ে প্রস্তাব পাঠালে তারা প্রত্যাখান করে সম্প্রতি লুবনাকে বাণীগ্রামের আব্দুল লতিফের পুত্র হুমায়ুনের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। লুবনা অন্যত্র বিয়ে মেনে না নিয়ে গত ১১ ফেব্র“য়ারী বাড়ী থেকে পালিয়ে প্রেমিক জাহিদুলের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজনের পরামর্শে দুবাই ফেরত প্রবাসী জাহিদুল লুবনাকে ১২ ফেব্র“য়ারী নোটারী পাবলিকের মাধ্যমে দুই ল টাকা মোহরানা ধার্য্য করে কোর্ট ম্যারেজ হয়। অপর দিকে লুবনা পিতা বদরুল আলম তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে প্রেমিক জাহিদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে জাহিদুল প্রেমিকা লুবনাকে নিয়ে তার মামার বাড়ী গোয়াইনঘাট উপজেলার হাতির পাড়ায় গিয়ে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গত শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে কানাইঘাট থানার এসআই শফিক খান গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় প্রেমিক জুটিকে আটক করে থানা নিয়ে আসেন। থানার হাজতে আটক জাহিদুল স্থানীয় সাংবাদিকদের জানায়, সে চার মাস পূর্বে ছুটি নিয়ে দুবাই থেকে দেশে ফেরে। লুবনার পিতার সাথে সম্পর্কের জের ধরে লুবনার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে লুবনা তাকে প্রেম নিবেদন করলে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একে অন্যকে ভালবেসে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে বলে জানায়। অপর দিকে প্রেমিকা লুবনা সাথে কথা বলতে চাইলে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসাইন আইনী বাধার অজুহাত দেখিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে দেননি। তিনি আরো বলেন, পিতার অপহরণ মামলার প্রেক্ষিতে জাহিদুলকে আটক ও লুবনাকে উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়