Saturday, February 18

কানাইঘাটে জামায়াত নেতা ছমিরের গ্রেফতার দাবি

কানাইঘাট সড়কেরবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ জামায়াত নেতা আবদুছ ছমির গ্রেফতার ও অপসারণের দাবিতে এলাকাবাসী মিছিল-সমাবেশ করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আবদুছ ছমি অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে মাদ্রাসার বিভিন্ন ফান্ডের কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসার অ্যাডহক কমিটি, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোমিন চৌধুরীর নেতৃত্বে শনিবার সড়কেরবাজার মাদ্রাসা সংলগ্ন মাঠে অধ্যক্ষ ছমির অপসারণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছমি পরদিন সকালে মাদ্রাসার ছাত্রদের লেলিয়ে দিয়ে পাল্টা মিছিল-সমাবেশ করার উদ্যোগ নিলে এলাকাবাসী প্রতিরোধ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বাজারের দোকানপাট ভাংচুর ও সাধারণ মানুষকে মারধর করে। এ ঘটনায় স্থানীয় শাহপুর গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে অধ্যক্ষ ছমিকে প্রধান আসামি করে মাদ্রাসার ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করেন। এতে ছমির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে মাদ্রাসা খোলা থাকলেও ক্লাস না হওয়ায় অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কানাইঘাট থানার ওসি রফিকুল হোসাইন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়