Monday, February 27

কানাইঘাটে অধ্যক্ষ ছমিকে ঘিরে ফের উত্তেজনা

কানাইঘাট সড়কের বাজার আহমদিয়া আলীম মাদ্রাসার অপসারিত অধ্যক্ষ ছমিকে নিয়ে এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। জানা যায়, অপসারিত অধ্যক্ষের বিরুদ্বে সম্প্রতি মাদ্রাসার ওয়াকফ এস্টেটের দেড়কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসন কর্তৃক প্রাথমিক তদন্ত রিপোর্টে অর্ধকোটি টাকার সত্যতা পাওয়া যায়। এছাড়া তিনি একটি মামলার এফ.আই.আর ভুক্ত আসামী হয়ে পলাতক থাকায় গত শনিবার মাদ্রাসার এডহক কমিটির এক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আশিক চৌধূরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুমিন চৌধূরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুছ ছমিকে অধ্যক্ষ পদ থেকে অপসারিত করে মাদ্রাসার সিনিয়র শক্ষক হাফিজ মাওলানা আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত অধ্যরে দায়িত্ব প্রদান করা হয়। এরই দুদিন পর একটি মহলের ইন্ধনে অপসারিত ছমির আন্তীয়স্বজন আঞ্চলিকতার ইস্যু নিয়ে নিজ এলাকার কিছু সংখ্যক জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কানাইঘাট বাজারে প্রতিপরে লোকজনের মহড়ায় উত্তেজনা দেখাদিলে আইনশৃংখলা বাহিনীর জোরালো তৎপরতায় কোন ধরনের বিশৃংখলা ঘটেনি। তবে বাজার এলাকা উত্তপ্ত ছিল। পরে তারা ছমির উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন বরাবরে স্মারকলিপি পেশ করেন। এদিকে ভারপ্রাপ্ত অধ্য আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,প্রতিদিনের মতো গতকালও মাদ্রাসায় নিয়মিত কাস হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লনীয়। মানববন্ধনের সাথে মাদ্রাসা কর্তৃপরে কোন সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়