Sunday, February 26

লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান তিনটি ট্রাক ও পাঁচটি ট্রাক্টর জব্দ

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন একদল পুলিশ নিয়ে লোভা পাথর কোয়ারীতে অভিযান পরিচালানা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর সরবরাহের কাজে ব্যবহৃত আব্দুল মালিক ও কামাল মেম্বার এবং সফর আলী মেম্বারের ৩টি ট্রাক ও ট্র্যাক্টর আটক করেন। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত অপর ৫টি ট্র্যাক ও ট্যাক্টরের চাবি জব্দ করেন তিনি। স্থানীয় সচেতন মহল জানান ইদানিং শুকনা মৌসুমে একটি প্রভাবশালী চক্র পাথর কোয়ারীর সংলগ্ন নদীর পাড় শত শত সল ম্যাসিনের সাহায্যে গভীর থেকে প্রতিদিন লক্ষফুট পাথর উত্তোলন করছে। তাদের মধ্যে বেশির ভাগের কোন বৈধ কাগজ পত্র নেই। প্রভাব কাটিয়ে তারা পাথর উত্তোলন করছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবেশের বিপর্যয় ঘটিয়ে পাথর উত্তোলনের বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য তিনি গতকাল পাথর কোয়ারীতে যান এবং অবৈধভাবে পাথর উত্তোলন না করার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেন। পাথর পরিবহনের দায়ে আটককৃত গাড়ির মালিক এবং অন্যান্য পাথর উত্তোলনকারীদের বৈধ কাগজ পত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। বৈধতা না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়