সিলেটের পুলিশ সুপার এম. সাখাওয়াত হোসেন বলেছেন, তরুণ ও যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধূলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। গ্রাম পর্যায়ে ফুটবলসহ অন্যান্য খেলাধূলা সুষ্টুভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষে এখানে একটি স্টেডিয়াম ও আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নতির লক্ষে পুলিশ ফাঁড়ি স্থাপনে সরকারের পক্ষ থেকে শীগ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ সুপার আজ বৃহস্পতিবার(১৬ফেব্র“য়ারী) বিকেল ৩টায় কানাইঘাট ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী কানাইঘাট আজাদ ইলেভেন স্পোটিং কাবের উদ্যোগে আয়োজিত ৪র্থ আজাদ কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আজাদ ইলেভেন স্পোটিং কাবের প্রধান উপদেষ্টা কানাইঘাট সদর ইউপি’র চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, কানাইঘাটর থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন। খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় কানাইঘাট বহুমুখী স্পোটিং কাব-বিয়ানীবাজার ইলেভেন ব্রাদার্সকে ১-০ গোলে পরাজিত করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়