মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার সহধর্মীনি এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মেহরুন রুনীর নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি এবং দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে আজ বিকেল ৪টায় কানাইঘাট প্রেসকাবের উদ্যোগে পৌর শহরের ত্রিমোহনীতে ২ঘন্টা ব্যাপী এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে স্বতসফুর্তভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার কয়েকশত মানুষ অংশগ্রহন করে নৃশংস এ হত্যাকান্ডের শিকার সাংবাদিক দম্পতি হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন এবং খুনীদের গ্রেফতার করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের কাছে, জোর দাবী জানান। কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.হান্নানের সভাপতিত্বে এবং সাংবাদিক নিজাম উদ্দিন ও জামাল উদ্দিনের যৌথ উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলার আইন বিষয়ক সম্পাদক এড. মামুন রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ.কে.এম ওলিউল্লাহ, বিএনপি নেতা পৌর কাউন্সিলর শরিফুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ হোসেন আহমদ, সাধারন সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, জাতীয় পার্টির সাধারন সম্পাদক বাবুল আহমদ, আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, রিংকু চক্রবর্তী, কাউন্সিলর তাজ উদ্দিন, হাবিব আহমদ, উপজেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মাওঃ ফজলুর রহমান, খেলাফত মজলিশের সাধারন সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, কানাইঘাট বাউল বহুমূখী সমাবায় সমিতির সভাপতি দেওয়ান কালা মিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি বাবুল আহমদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এখলাছুর রহমান, সদস্য মাহবুবুর রশিদ, সাংবাদিক কাওছার আহমদ, আব্দুন নুর, আলিম উদ্দিন, কানাইঘাট পৌরসভার কাজী হেলাল আহমদ, ব্যবসায়ী আলী আহমদ, তাজুল ইসলাম, এখলাছুর রহমান, ইব্রাহীম আলী, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, ছাত্র শিবিরের সভাপতি সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক রশিদ আহমদ, সমাজকর্মী কামাল উদ্দিন, যুবদল নেতা রফিক আহমদ, ছাত্রদলনেতা আলমগীর হোসেন, নজরুল ইসলাম, মাষ্টার বশির আহমদ প্রমুখ। পরে সাংবাদিক দম্পতির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কানাইঘাট বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ আলিম উদ্দিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়