Thursday, February 16

কানাইঘাটে ফ্রেস সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

ফ্রেস সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নব-নির্বাচিত নির্বাহী পর্ষদের নেতৃবৃন্দের সংবর্ধনা উপলক্ষে গত মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেস সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন, আল্লামা মুশাহিদ জোন কানাইঘাটের উদ্যোগে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। কোম্পানীর আল্লামা মুশাহিদ জোনের সভাপতি মাওঃ আলীমুদ্দীনের সভাপতিত্বে এবং ফ্রেসের ফিল্ড অফিসার আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, ৬নং সদর ইউপি’র চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ৯নং রাজাগঞ্জ ইউপি’র চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, সিলেট ঈমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মাওঃ শাহ্ নজরুল ইসলাম। ফ্রেসের ফিল্ড অফিসার হাফিজ নজির আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বেতারের সংবাদ উপস্থাপক ও কানাইঘাট ডিগ্রি কলেজের প্রভাষক ফয়সল উদ্দিন। অনুষ্ঠান শেষে ফ্রেস সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধিত অতিথি চেয়ারম্যান শাহ্ মাহবুবুর রশিদ, ভাইস চেয়ারম্যান মুখতার হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ্ মাশুুকুর রশিদ, ফাইন্যান্স ডিরেক্টর শরীফ খালিদ সাইফুল্লাহ, প্রজেক্ট ডিরেক্টর জুনেদ আহমদ, কমিউনিকেশন ডিরেক্টর সিরাজুল ইসলাম, এডমিন ডিরেক্টর আমিরুল হক, প্রেস এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর মোঃ রুহুল আমীন নগরীসহ অন্যান্য নেতৃবৃন্দের সম্মাননা স্বরূপ কোম্পানীর মুশাহিদ জোনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। কোম্পানীর সম্মানিত কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্য,শেয়ার হোল্ডার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রেস কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মনোনীত হওয়ায় ফারুক আহমদকে কানাইঘাট স্বদেশ ট্রেডিং কোম্পানীর চেয়ারম্যান আলী আকবর, আল-মারজু কোম্পানীর পে এবাদুর রহমান, ওয়েসিস কোম্পানীর পে হাফিজ নজরুল ইসলাম, নিউ সিটির পক্ষে জসিম উদ্দিন রেজাউল করিম রানা, মাওঃ আলীমুদ্দিন ও পারভেজ মোশারফ প্রমুখের পক্ষে থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়