বাংলাদেশ সোনালী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে গত সোমবার ব্যাংক কার্যালয়ে ৯০জন হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট শাখার ব্যবস্থাপক সুজিত কুমরা রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার মোঃ নুরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান, সিবিএ নেতা আখতারুল ইসলাম খান, সাতবাঁক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম ও পৌর কাউন্সিলার হাফিজ নুর উদ্দিন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়