Tuesday, January 10

শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উজান বীরদল প্রাথমিক বিদ্যালয়ের রেলী ও আলোচনা সভা

নিজাম উদ্দিনঃ

‘জাতীর জন্য অহংকার, শতভাগ ভর্তির হার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কানাইঘাট উপজেলার উজান বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক লুৎফুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের ব্যানারে ফেস্টুন ও বিভিন্ন শিক্ষামূলক ¯স্লোগানের মাধ্যমে এক বিশাল র‌্যালী বের করে ক্ষুধে শিক্ষার্থীরা। র‌্যালীটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূণরায় স্কুল প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক আমিনুর রহমান, নছির উদ্দিন, জামাল উদ্দিন, ফজলু আহমদ, জহিরুল আলম, ইয়াহিয়া, শিক্ষিকা স্বপ্না রানী দাস ও নুর জাহান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক