Monday, January 9

কানাইঘাটে পুলিশী অভিযানে ৯ জন গ্রেফতার

গত ১লা জানুয়ারী রাতে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের জালাল উদ্দিনের পুত্র ব্যবসায়ী আব্দুল মুমিনের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ গত শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে ৩ আসামী এবং বিভিন্ন মামলার এফআইয়ার ও ওয়ারেন্টভুক্ত আরো ৬ আসামীকে গ্রেফতার করেছে। মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িত আসামীরা হলো কানাইঘাট ৬নং সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত মন্তাজ আলী’র পুত্র এলাকার চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ী তজরুল (২৮), একই গ্রামের মনোহর আলী’র পুত্র তাজ উদ্দিন (৩০) ও মৃত আইয়ুব আলী’র পুত্র বশির আহমদ (২৯)। অন্যান্য গ্রেফতারকৃত মামলার আসামীরা হলো উপজেলার গর্দনাকান্দি গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র আতাউর রহমান (৩৫), লুৎফুর রহমান (৪০), কায়স্ত গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আব্দুল লতিফ (৪৫), ডোনা গ্রামের মৃত তৈয়ব আলী’র পুত্র আব্দুল করিম (৫৫), তার পুত্র লায়েক আহমদ (৩০) ও পবড়চাতল গ্রামের জালাল উদ্দিনের পুত্র মিছাই উদ্দিন (৩৫)। এরমধ্যে ব্যবসায়ী আব্দুল মুমিনের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িত ৩আসামী প্রাথমিক পুলিশী জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই এনাম আহমেদ জানিয়েছেন আসামীদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞ-আদালতে ৭দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়