Tuesday, January 17

সুরমার চরে সবজির হাট

মাহবুবুর রশিদ:

ভোর তখন ৭টা চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাঁড় কাপানো শীত। এসব হাঁড় কাঁপানো শীত দমিয়ে রাখতে পারেনি কানাইঘাটের সবজি চাষীদের। ভোর থেকেই সবজি ভর্তি সারি সারি নৌকা নিয়ে হাজির কানাইঘাটের সুরমা চরে সবজিগুলো বিক্রির জন্য। চারিদিকে সবজি আর সবজি, এ যেন সবজি চাষীদের এক মহা মিলনমেলা। এসব উৎপাদিত সবজিগুলোর মধ্যে রয়েছে মূলা, শিম, বাঁধাকপি, ওলকপি,টমেটো, লাইশাক, লাল শাক, শশা, ঝিংগা, লাউ,সরিষা, মরিচ, আলু, পেঁয়াজ ও ফরাস ইত্যাদি। উপজেলার বিভিন্ন জায়গা থেকে সবজি চাষীরা এসব সবজ নিয়ে আসেন। প্রতিদিন ভোর থেকেই দুপুর পর্যন্ত সুরমা নদীর চরে বসে এই শীতকালীন সবজির হাট। কার্যত শীতকালে কানাইঘাটে সুরমা নদীর পানি শুকিয়ে যায়। জেগে উঠে বিশাল চর। খননের অভাবে ভরাট হয়ে যাওয়া নদীর চরে শাক-সবজি চাষ করে সাবলম্বী হয়ে উঠেছেন স্থানীয় কৃষক। এই সবজিগুলো উপজেলার বিভিন্ন হাটবাজার ছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার,জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট এলাকাসহ আরো কয়েকটি উপজেলায় বিক্রি হয়। সরেজমিনে সুরমার চরের সবজির হাটে কথা হয় চড়িপাড়া গ্রামের সফল সবজি চাষী আজির উদ্দিন এর সাথে তিনি জানান,ভাই আমরার খবর কেউ রাখেনা, আমরার ইতা সবজির ছবি পত্রিকাত আইবনি। স্থানীয় আরো কয়েকজন কৃষকের সাথে আলাপকালে জানা যায়, প্রতিবছরের মতো শীতকালীন শাক-সবজির ভালো ফলন হয়েছে, তবে পর্যাপ্ত সার হলে আরো ভালো হতো। ৬ নং সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের সফল-সবজি কৃষক ওহিদ উদ্দিন জানান, টি এস পি সারের অভাব ও পোকার জন্য কীটনাশক ঔষদের দাম বেশি থাকায় পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন করতে পারছিনা । কানাইঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সুরমা নদীর প্রায় ২৫ কিলোমিটার চরসহ ৩,৫০০ হেক্টর জমিতে এ বছর শাক-সবজি চাষ হয়েছে । উপজেলার ১, ২, ৪ ও ৬নং সদর ইউনিয়নে শাক-সবজি বেশি উৎপন্ন হয়। এ ছাড়া ৭, ৮, ৯নং ও অন্যান্য ইউনিয়নের চর ছাড়া ও খাল, বিলের পাশে কিছুটা শাক-সবজি উৎপন্ন হয়। ১নং পূর্ব ও ২নং পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের লোভারমুখ, মেছারচর, আন্দুরমুখ, ৪নং সাতবাঁক ইউনিয়নের পাত্রমাটি, চরিপাড়া, ছাপনগর, বায়মপুর, মূলাগোল, ৬নং কানাইঘাট সদর ইউনিয়নের ডালাইচর, গোসাইনপুর, সুতারগ্রাম, সোনাপুরের চরে ও ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রাম, বড়দেশ চরের গ্রামগুলোতে শীতকালীন সবজি উৎপন্ন হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়