কানাইঘাটে ২ জুয়াড়ীকে ২০দিন করে সশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেন। গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত সওকত আলীর পুত্র জুয়াড়ী নূর ইসলাম (৩০) এবং নয়াতালুক গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল মুতলিব (৪০) কে ২০দিন করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই.শফিক খান দূর্লভপুর গ্রামের হাওর এলাকায় সংঘবদ্ধ হয়ে একটি চক্র টাকার বিনিময়ে জোয়ার আসর বসিয়েছে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে জুয়াড়ী নূরুল ইসলাম ও আব্দুল মুতলিবকে আটক করেন। পরে নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে তাদের হাজির করা হলে, প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেন আটককৃতদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে ২০দিন করে সশ্রম কারাদন্ড দেন। সাজাপ্রাপ্ত এ দু’জনকে আজ সিলেট কেন্দ্রীয় জেল হাযতে প্রেরণ করবে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, থানার মামলা নং- (৭) ২৩/০১/০১২। উলে¬খ্য যে, কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল হোসেন থানায় যোগদানের পর থেকে উপজেলা ব্যাপী বিশেষ করে গরু চোর, মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও জুয়াড়ীদের বিরুদ্ধে ষাড়সী অভিযান চালিয়ে আসছেন। প্রতিদিন থানা পুলিশ বিভিন্ন স্থানে হানা দিয়ে জুয়াড়ীদের গ্রেফতারী অভিযান অব্যাহত রেখেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়