নিজাম উদ্দিন :
আজ মঙ্গলবার কানাইঘাট উত্তর বাজারে রোড পারমিট বিহীন বেপরোয়া একটি ট্রলির নিচে চাঁপা পড়ে মোটর সাইকেল আরোহী ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গতকাল বেলা দেড়টায় ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার কর্মকর্তা আব্দুল হাকিম (৪০) মোটর সাইকেল যোগে ব্যাংকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা স্থানীয়ভাবে (কুত্তাগাড়ি) নামে পরিচিত পানির ইঞ্জিত চালিত অবৈধ ট্রলি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল স্বজোরে ধাক্কাদিলে আব্দুল হাকিম ট্রলির নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হন। দূর্ঘটনার সময় অবস্থা বেগতিক দেখে ট্রলির চালক দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলি গাড়ি জব্ধ করে থানায় নিয়ে যান। আহত ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিমকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে, কানাইঘাট পৌর শহরে প্রতিদিন শতাধিক এসব অবৈধ ট্রলি শহরে প্রবেশ করে বিকট শব্দ ও কালো ধোয়া দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে থাকে। গত ৩বছরে এসব অবৈধ যানবাহনের দূর্ঘটনার স্বীকার হয়ে অন্তত ৬জন নিহত ও শতাধিক মানুষ পঙ্গুত বরণ করছেন। ইদানিং পৌর শহরে অবৈধ যানবাহন বিশেষ করে ট্রলির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব যানবাহনের বিরুদ্ধে মোটর যান আইনে ব্যবস্থা এবং অবৈধ যানবাহনের চলাচল বন্ধের দাবী জানিয়ে আসছেন স্থানীয় সচেতন মহল, স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিার্থীরা। উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় অংশগ্রহনকারী জনপ্রতিনিধিরা ট্রলির যাতায়াত পৌর শহরে বন্ধের দাবী জানিয়ে আসলেও রহস্যজনক কারনে স্থানীয় প্রশাসন অবৈধ যানবাহনের বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন না।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়